আজ বাংলায়: ২২ জানুয়ারির পুরভোট পিছিয়ে যেতে পারে ২ থেকে ৩ সপ্তাহ, সূত্রের খবর | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডায়মন্ড মডেল (Diamond Model) নিয়ে সংঘাতের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সমর্থন মদন মিত্রের (Madan Mitra)। তিনি বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তি জোগাতে চাই। আজকের লড়াইয়ের 'অর্জুন' হলেন অভিষেক। আর তাঁর রথের সারথি হলেন কৃষ্ণ। যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।"
এদিকে, চারটি পুরসভার ভোট পিছিয়ে যেতে পারে ২ থেকে ৩ সপ্তাহ, সূত্র মারফত জানা যাচ্ছে। ৪টি পুরসভার ভোট হতে পারে ১২ ফেব্রুয়ারি, সূত্রের খবর। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর, এই ৪ পুরসভার ভোট হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি। সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) কাছে আবেদন জানানো হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে আবেদন তৃণমূলের, এমনটাই সূত্রের খবর।
এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারে ট্র্যাক্টর উল্টে বিমানবন্দর কর্মীর মৃত্যু। ট্র্যাক্টর থেকে ছিটকে পড়ে পিষ্ট হয়ে গ্রাউন্ড স্টাফের (Ground Staff) মৃত্যু। কলকাতা (Kolkata) বিমানবন্দরেই জলপাইগুড়ির বাসিন্দা সঞ্জিৎ রায়ের মৃত্যু। গ্রাউন্ড স্টাফের মৃত্যু নিয়ে এখনও মেলেনি বিমানবন্দরের প্রতিক্রিয়া।
জমি আন্দোলন ঠেকাতে বেপরোয়া লাঠিচার্জ পুলিশের। উত্তপ্ত ওড়িশার (Odisha) পারাদ্বীপের গ্রাম। প্রস্তাবিত স্টিল প্ল্যান্ট তৈরির বিরোধিতায় সভা করতে জড়ো হয়েছিলেন প্রায় ৫০০ জন। পুলিশের দাবি, কোনও অনুমতি ছাড়াই এই সভা করছিলেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ ওঠে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করে।