CPIM News: দেগঙ্গায় কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে জয়ী বামেরা, প্রার্থীই দিতে পারেনি তৃণমূল

Continues below advertisement

Deganga News: দেগঙ্গায় কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে জয়ী বামেরা, প্রার্থীই দিতে পারেনি তৃণমূল। ৫০-এর মধ্যে ৪৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাম সমর্থিত প্রার্থীরা। দেগঙ্গার ১৩টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিও তৃণমূলের দখলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাম সমর্থিত প্রার্থীদের জয় নিয়ে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। 

চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV: 

এদিকে, চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্ত বেঙ্গালুরুর ৩ ও ৮ মাসের দুই শিশু। বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটিই প্রথম HMPV সংক্রমণ। সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আমদাবাদেও। সেখানে আক্রান্ত ২ মাসের এক শিশু। ২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ।ভাইরাস নিয়ে চিকিৎসকরা বলছেন, এর উপসর্গ সাধারণ মরশুমি রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, গায়ে র‍্যাশ বেরনো এর উপসর্গ। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram