আজ বাংলায়: কাকার কাছে হেরেছিলেন পুরভোটে, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ভাইপো গ্রেফতার | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর খুনে ভাইপো গ্রেফতার। পুরভোটে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী ছিলেন দীপক কান্দু। পুরভোটে কংগ্রেস (Congress) প্রার্থী কাকার কাছেই হারেন দীপক কান্দু। গতকাল থেকে দফায় দফায় জেরার পরে আজ তাকে গ্রেফতার করা হয়।
ঝলদার এই ঘটনা এবং গ্রেফতারি প্রসঙ্গে কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন, "জলজ্যান্ত আসামী এসপি-র চোখের সামনে বসে আছে। তাকে ধরতে এত সময় লাগছে কেন?"
অন্যদিকে, কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি হওয়ার পর, রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে দেখা করলেন পার্থপ্রতিম রায়। এনিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। এদিকে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, কোচবিহার পুরসভার চেয়ারম্যান হিসেবে রবীন্দ্রনাথ ঘোষের নাম বিভিন্ন সোশাল মিডিয়ায় উঠে এসেছে।
১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে আজ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বাড়িতে গেলেন বালিগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। "তিনি খুব মজার মানুষ ছিলেন", স্মৃতিচারণ করার সময় বললেন বাবুল।