Weather Forecast : আগামী দুদিন ঊর্ধ্বমুখী পারদ? ফের কবে জাঁকিয়ে শৈত্য অনুভব? কী জানাল হাওয়া অফিস?

Continues below advertisement

ABP Ananda LIVE : পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের ঊর্ধমুখী পারদ। দার্জিলিং এ হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ চার জেলাতে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সোম ও মঙ্গলবার আরও দু-তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল। ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে। শুক্রবারের মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে।পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

আরও খবর, 

বাংলায় অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে প্রশাসনিক বৈঠকে তিনি পুলিশকে এ নিয়ে সতর্ক করে মন্তব্য করেছিলেন। সেই বার্তার পাল্টা হিসাবে মমতাকে এবার কড়া চিঠি লিখলেন বিজেপি নেতা শুভেন্দু। মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল বিএসএফ। পাল্টা পুলিশকে নিশানা শুভেন্দুর। ৫ পাতার চিঠিতে ছত্রে ছত্রে পুলিশ-রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু চিঠিতে লিখেছেন, 'ভোটব্যাঙ্কের স্বার্থে সীমান্ত রক্ষী বাহিনীকে আক্রমণ করেছেন। এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী হিসেবে সেনাদেরও আক্রমণ করলেন। যতই চ্যালেঞ্জ আসুক না কেন, কেউ সেনার মনোবল ভাঙতে পারেনি। কিন্তু একজন মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ করলে তা মনোবলকে দুর্বল করে।' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ বিরোধী দলনেতার। শুভেন্দু চিঠিতে আরও লিখেছেন, 'অনুপ্রবেশকারীরা ঢোকার পরে কীভাবে পরিচয়পত্র তৈরি হয়ে যায়? কিন্তু বিএসএফের কার্যক্ষেত্রের পরিধি বাড়ানোর কথা উঠলেও বিরোধিতা করা হয়!'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram