Railways: শিয়ালদা দক্ষিণ শাখায় বিক্ষোভের জের, বাড়ল বিভিন্ন স্টেশনের নিরাপত্তা, সোমবার থেকে অতিরিক্ত স্টাফ স্পেশাল মেট্রো
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোট পরবর্তী হিংসার অভিযোগে মুরলীধর সেন লেনে বিজেপির মহিলা-যুব মোর্চার মিছিল। পুলিশ বাধা দিলে, রাস্তাতেই প্ল্যাকার্ড হাতে বসে পড়েন বিক্ষোভকারীরা। চলে প্রতিবাদ কর্মসূচি।
মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটকের আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। নারদকাণ্ডে হলফনামা জমা না নেওয়া সংক্রান্ত মামলা হাইকোর্টে ফেরত পাঠাল সর্বোচ্চ আদালত। হাইকোর্টে শুনানির সময় সবার আগে হলফনামা জমা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের।
ঘরে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে ফিরলেন হাওড়ার ডোমজুড়ের ৩৫ জন বিজেপি কর্মী। ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলেন বলে দাবি দলত্যাগীদের। দলবদল নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
প্রধান-সহ তিন সদস্যের তৃণমূলে যোগদানে বদলে গেল সমীকরণ। বিজেপির থেকে রায়গঞ্জের ১৪ নম্বর কমলাবাড়ি পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। দলবদল ঘিরে চাপানউতোরে জড়িয়েছে তৃণমূল-বিজেপি।
সুনীল মণ্ডলের দলবদলের জল্পনা তৈরি হতেই তাঁর বিরুদ্ধে পড়ল পোস্টার। কাঁকসায় সাংসদের পৈত্রিক বাড়ির কাছে পোস্টারে তাঁকে গদ্দার বলে আক্রমণ করা হয়। তৃণমূলের নামে দেওয়া পোস্টার নিয়ে সুনীল মণ্ডলের প্রতিক্রিয়া মেলেনি। সুনীলকে যে ক্লোজড চ্যাপ্টার বুঝিয়ে দিয়েছে তৃণমূল।
শিয়ালদা দক্ষিণ শাখায় গতকালের বিক্ষোভ ও তাণ্ডবের পর বাড়ানো হল বিভিন্ন স্টেশনের নিরাপত্তা। উত্তর ও দক্ষিণ শাখায় বাড়ানো হল ৪৩টি স্টাফ স্পেশাল ট্রেন। অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবিতে সরব বিজেপি। পাশাপাশি, মেট্রো রেল সূত্রে খবর, সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা।
করোনা আবহে এবারেও গড়াবে না মহিষাদলের রথের চাকা। তবে নিয়ম মেনে হবে রথের আচার-অনুষ্ঠান। মন খারাপ মহিষাদলবাসীর।