আজ বাংলায়: 'যেখানে ভারতীয় ক্রিকেট, সেখানেই লতা', ক্রিকেটপ্রেমী সুরসম্রাজ্ঞীর স্মৃতিচারণা করলেন শর্মিলা ঠাকুর | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশরৎ চ্যাটার্জি অ্যাভিনিউ বা কেয়াতলা। বাংলার সঙ্গীত জগতের দুই মহীরুহ হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukherjee) ও সতীনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত ছিল লতা মঙ্গেশকরের। আজও যাঁরা বাড়ি আগলে রেখেছেন, তাঁদের কাছে সবই স্মৃতি হয়ে গেল।
গুন গুন করতে করতে সরগম। অচেনা এক শিল্পীর কণ্ঠ শুনে মুগ্ধ হন খোদ সুরসম্রাজ্ঞী। নিজের ট্যুইটার পেজে সেই সরগম আপলোড করে বঙ্গতনয়াকে আর্শিবাদ করেছিলেন লতা মঙ্গেশকর। কিংবদন্তীর শুভেচ্ছাবার্তা পান ইন্ডিয়ান আইডল খ্যাত বনগাঁর (Bongaon) এক শিল্পীও।
প্রয়াত কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর স্মৃতিচারণায় অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) বলেন, "যেখানে ভারতীয় ক্রিকেট, সেখানেই লতা। ক্রিকেটের প্রতি ওঁর অগাধ ভালোবাসা ছিল। মানুষ হিসেবে ভীষণ উদার ছিলেন। ওঁর ব্যবহারে বোঝাই যেত না উনি কত বড় শিল্পী। দেশে বিদেশে একাধিক কনসার্ট করেছেন। ওঁর ব্যবহার অনবদ্য ছিল, কোনও অহংকার ছিল না।"
প্রয়াত ভারতের রত্ন। শেষ জন্মদিনে তাঁর শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদবার্তায় কী বলেছিলেন লতা মঙ্গেশকর?