Bangladesh News: বাংলাদেশে ক্রমেই বাড়ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, বিশেষ সভার আয়োজন ইসকনের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE : বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, শান্তি প্রার্থনায় বিশেষ সভার আয়োজন ইসকনের। বাংলাদেশে ক্রমেই বাড়ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। তার প্রতিবাদেই এই সভার আয়োজন। চট্টগ্রাম জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। 'বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, অকথ্য নির্যাতন। নতুন বছরে যেন তার অবসান ঘটে', এই প্রার্থনা জানিয়ে বছর শেষের দিন বিশেষ সভার আয়োজন করেছে ইসকনের কলকাতা শাখা। বেলা ১২টায় বালিগঞ্জের অ্যালবার্ট রোডে প্রার্থনা সভা।

আরও কবর..

২০২৪-এর শেষ ২০২৫-এর শুরু। বিশ্বজুড়ে বর্ষবরণ। আতসবাজিতে নতুন বছরকে স্বাগত। কলকাতা থেকে জেলা। আনন্দে মাতোয়ারা বাংলা। দেশজুড়ে উৎসবের আনন্দ। নাচ-গান-হুল্লোড়ে বর্ষবরণ। মা-মাটি-মানুষ নিয়ে বাংলা আছে ভাল, বার্তা মমতার। নতুন বছরে এবিপি লাইভের পাঠকদের অনেক শুভেচ্ছা।

আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগে মেরামতির ছাড়পত্র। জরুরি বিভাগে ছাড়পত্র দিল সিবিআই ও পুলিশ। ১৪ অগাস্ট রাত দখলের রাতে আর জি কর মেডিক্যালে ভাঙচুর। সিবিআই ও পুলিশের ছাড়পত্র মেলায় নতুন বছরেই শুরু হবে মেরামতি। সেমিনার রুম ও চেস্ট ডিপার্টমেন্টে হাত দেওয়া যাবে না, শর্ত সিবিআইয়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram