Aj Banglay: রাজ্যে ইউনিফর্ম বদল প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ শোভনদেব চট্টোপাধ্যায়ের । Bangla News
abp ananda | 20 Mar 2022 11:09 PM (IST)
রাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম। ছাত্রদের সাদা জামা, নীল প্যান্ট। ছাত্রীদের নীল-সাদা কামিজ। সঙ্গে ছাত্রীদের নীল-সাদা শাড়ি। পকেটে বিশ্ব-বাংলা লোগো।
এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, নীল সাদা রঙ কেন চাপিয়ে দেওয়া হবে, কেন লোগো হবে, এগুলো অর্বাচিনের মতো কথা। নীল সাদা কারোর রঙ নয়। নীল সাদা কোনও দলের নির্দিষ্ট কোনও রঙ নয়।