Suvendu Adhikari vs Mamata Banerjee: মহামারী মোকাবিলায় সরঞ্জাম ক্রয় কেলেঙ্কারির অভিযোগ, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট শুভেন্দুর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকারও হাতে-পায়ে ব্যথা। তো কারও অন্য সমস্যা। দেবাঞ্জন দেবের ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় আতঙ্কিত বহু মানুষ। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শিবির আয়োজন করেছিল পুরসভা ও স্বাস্থ্য দফতর।
মহামারী মোকাবিলায় সরঞ্জাম ক্রয় কেলেঙ্কারির অভিযোগে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ‘২ হাজার কোটির কেলেঙ্কারির তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হোক৷ রিপোর্ট গোপন করা হচ্ছে কেন?’ মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট শুভেন্দুর৷ ‘তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কমিটির প্রধান ছিলেন৷ অবিলম্বে দায়বদ্ধতা ও স্বচ্ছতার সঙ্গে রিপোর্ট পেশ করা হোক,’ ট্যুইট শুভেন্দুর৷
মধ্যমগ্রামের বিজলি পার্কে নকল মিনারেল ওয়াটারের কারখানার হদিশ। পলাতক কারখানার মালিক। সিল করা হল কারখানা৷ বাজেয়াপ্ত নামী সংস্থার লেভেল লাগানো খালি ও ভর্তি অসংখ্য জলের ড্রাম। বছরখানেক ধরে কারখানা চললেও জানাই নেই পুরসভার। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।
উত্তর ২৪ পরগনার সোদপুরে গুলি চালানোর অভিযোগ। আহত বেসরকারি সংস্থার এক কর্মী। দুটি বাইকে করে এসে পাঁচজন দুষ্কৃতী গুলি চালায়, দাবি প্রত্যক্ষদর্শীদের। গুলি চলার কথা অস্বীকার তৃণমূল বিধায়কের। গুলি চলেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
সবুজসাথীর সাইকেল বিতরণের সময় টাকা চাওয়ার অভিযোগ পাঁশকুড়ার একটি স্কুলে। এ নিয়ে প্রধান শিক্ষক ও অভিভাবকদের বচসায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রধান শিক্ষকের দাবি, গোডাউন থেকে সাইকেল আনার খরচ চাওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক।
কোচবিহারের পুণ্ডিবাড়িতে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রায় সাড়ে চার মাস পর মাটি খুঁড়ে দেহ উদ্ধার করল পুলিশ। খুনের নেপথ্যে কুসংস্কার বলে দাবি পুলিশের। গ্রেফতার চারজন।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জল নামলেও অব্যাহত দুর্ভোগ। জল সরে যেতেই বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা। জমি জলমগ্ন থাকায় মাঠেই নষ্ট হয়েছে ফসল। মাথায় হাত কৃষকদের। সাহায্যের আশ্বাস স্থানীয় পঞ্চায়েতের৷
অভিযোগ, ৭ বছরেও শেষ হয়নি বহরমপুরের চুঁয়াপুর রেলওয়ে ওভারব্রিজের কাজ। বর্ষা শুরুতেই প্রবল বৃষ্টিতে বেহাল ব্রিজের দুপাশের রাস্তা! রাস্তা মেরামতের দাবিতে শুক্রবার পথে নামেন বহরমপুরের বিজেপি বিধায়ক! ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।