Aj Banglay: ৫টি ধর্ষণের ঘটনায় ২২ শে এপ্রিলের মধ্যে রিপোর্ট, কেস ডায়রি পেশ করার নির্দেশ আদালতের । Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রোমোটিং লড়াইয়ে বাঁশদ্রোণীতে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার তিন। বাঁশদ্রোণীতে ব্রহ্মপুর এলাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী মলয় দত্তের অফিসে ঢুকে গুলি। পাল্টা গুলিতে জখম অভিযুক্তও প্রমোটার বিশ্বনাথ সিংহ ওরফে বাচ্চা। তাঁর পিঠের দিকে গুলি লাগে। তিনি ভর্তি আছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তাঁর অবস্থা এখনও স্থিতিশীল নয়। তাই তাঁকে ওটিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সিটি স্ক্যান হয়েছে বাচ্চা সিংহের। এমনটাই জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে। এই ঘটনায় গুন্ডা দমন শাখা গ্রেফতার করেছে তিনজনকে। শম্ভু সরদার, অরিজিৎ পোদ্দার, শেখ সাহিদ।
আসানসোলের পর এবার হুগলিতে প্রকাশ্যের বিজেপির অন্তর্দ্বন্দ্ব। কাল গণ ইস্তফার হুঁশিয়ারি। হুগলির সাংগঠনিক জেলার তিরিশটি মন্ডলের সভাপতিদের নাম ঘোষণা হতেই বিদ্রোহ বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে।
আলিপুরদুয়ারে স্থায়ী বিজেপির আমন্ত্রিত সদস্য পদ ছাড়লেন প্রাক্তন সহ সভাপতি। ভোটে ভরাডুবির পর এখন আন্দোলনই ভরসা রাজ্য বিজেপির। আগামী ২রা মে কলকাতায় মহামিছিলের ডাক।
রাজ্যের ৫ ধর্ষণ, গণধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনায় কেস ডায়েরি তলব আদালতের। একইসঙ্গে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টও চাইল আদালত। আগামী ২২ শে এপ্রিলের মধ্যে রিপোর্ট এবং কেস ডায়রি পেশ করার নির্দেশ। নির্যাতিতার পরিবার এবং সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ আদালতের। ময়নাগুড়ি, নেত্রা, নামখানা, শান্তিনিকেতন ও পিংলা এই ৫ টি ঘটনায় আদালতের হস্তক্ষেপ। পুলিশি তদন্ত, সাক্ষীদের নিরাপত্তা নিয়ে আদালতে সংশয় প্রকাশ মামলাকারীদের।