Aj Bnagla: জনপ্রতিনিধিরা দাদাগিরি করলে দলে থাকতে পারবেন না, হুঁশিয়ারি অশোকনগরের তৃণমূল বিধায়কের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাড্ডার সঙ্গে বৈঠকের আগে বিস্ফোরক অর্জুন সিংহ। অর্জুনের নিশানায় রাজ্য বিজেপি নেতৃত্ব। “তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছেন দলের অনেকেই তাঁদের গুরুত্ব দেয় না। রাজ্য বিজেপি নেতৃত্ব সোশাল মিডিয়ায় আবদ্ধ হয়ে আছেন। বঙ্গ বিজেপির অনেকেই দলের ভাল চায় না। আমায় পদ দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে, কালি দেওয়া হয়নি। ২০১৯-এর ভোটে এক নেতা বলেছিলেন অর্জুনকে হারাতে হবে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার করে রেখেছে।’’ বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ অর্জুন সিংহর।
যেসব নির্বাচিত জনপ্রতিনিধি দাদাগিরি করবেন তাঁরা দলে থাকতে পারবেন না। এই ভাষাতেই দলীয় নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
আমাদের পিছনে সিবিআই ইডি লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা চোর, ওরা বড় বড় ডাকাত। দিল্লির বুকে কোটি কোটি টাকা চুরি করছে। বোলপুরে তৃণমূলের কর্মিসভায় বেফাঁস মন্তব্য মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার। ‘চুরি না করলে সিবিআই-ইডিকে এত ভয় কীসের? ‘একসময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ই সিবিআই-ইডি চাইতেন’। চন্দ্রনাথ সিন্হাকে কটাক্ষ করে মন্তব্য বিজেপির।