Narendra Modi: বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক, কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
ABP Ananda
Updated at:
19 Jul 2023 12:44 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক, পাল্টা দিল্লিতে এনডিএর শক্তি প্রদর্শন । 'দেশের গরীব ছেলে-মেয়েদের উন্নতি নয়, নিজেদের ভাই-ভাইপোর উন্নতি এদের কাছে গুরুত্বপূর্ণ। এদের একটি মাত্র উদ্দেশ্য নিজেদের পরিবারকে বাঁচানো আর পরিবারের স্বার্থে আরও বেশি দুর্নীতি করো। তাই যত বড় দুর্নীতি কিংবা অপরাধই হোক এরা চুপ করে থাকে। আর এজেন্সি তদন্ত করতে এলে, এরা টেপরেকর্ডারের মত বলতে থাকে ষড়যন্ত্র হচ্ছে, ফাঁসানো হচ্ছে। তাই, এদেরকে চিনতে শিখুন, সতর্ক থাকুন'। দুর্নীতি ইস্যুতে বিরোধীদের বৈঠককে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির