Partial lockdown in Bengal: লকডাউন কার্যকর করতে তৎপর পুলিশ প্রশাসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2021 11:43 PM (IST)
আজ থেকে রাজ্য জুড়ে আংশিক লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। করোনা মোকাবিলা করতে অনির্দিষ্টকালের জন্য রাজ্যে বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল, স্পা, জিম ও রেস্তোরাঁ। চালু থাকবে হোম ডেলিভারি। সকাল ৭টা থেকে ১০টা এবং দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার। শুধুমাত্র ওষুধের দোকান ও জরুরি পরিষেবার দোকানগুলি খোলা থাকবে বলে জানানো হয়েছে। লকডাউন ঘোষণা হওয়ার পর পুলিশের উদ্যোগে মাইকিং করে শুরু হয়েছে প্রচার। তবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে হুড়োহুড়ি পড়ে যায় বিভিন্ন জায়গায়। তবে লকডাউনকে সমর্থন করার কথা জানিয়েছে মানুষ।