আজ বাংলায়: জমজমাট রবিবাসরীয় ব্রিগেড সমাবেশ, জোট নিয়ে জল্পনা অব্যাহত
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাতীয় মহিলা দলের ক্রিকেটারের বাবাকে ‘মারধর’। শিলিগুড়িতে রিচা ঘোষের বাবার ওপর চড়াও দুষ্কৃতীরা। মত্ত অবস্থায় গালিগালাজ করার অভিযোগ। বাধা দিলে রিচার বাড়িতে আসা অতিথিদের গাড়ি ভাঙচুর। শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
জোটের ব্রিগেডেই জোট নিয়ে জল্পনা। আইএসএফ-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি আসতেই বক্তব্য থামান অধীর চৌধুরী। যাতে আইএসএফ এবং কংগ্রেসের টানাপোড়েনের জল্পনা জোরাল হয়। যদিও, অধীর চৌধুরীর দাবি, টানাপোড়েনের মতো কিছুই ঘটেনি।
বাংলায় কি এবার ধর্মভিত্তিক দলের উত্থান ঘটতে চলেছে? ব্রিগেডে আব্বাস সিদ্দিকির উপস্থিতিতে সমর্থকদের উচ্ছ্বাস দেখে এই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন মহলে। যদিও, তৃণমূল এই বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। অন্যদিকে, বিজেপি পুরনো পথে হেঁটেছে।
জমজমাট রবিবাসরীয় ব্রিগেড সমাবেশ। বর্ণময় মিছিল করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সভাস্থলে য়ান বাম-কংগ্রেস কর্মীরা। মাঠে আইএসএফ সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মিনাখাঁর তৃণমূল বিধায়ক ও তাঁর স্বামীর বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ। পথে নেমে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীদের একাংশ। যদিও, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়কের স্বামী তথা তৃণমূলের ব্লক সভাপতি।