Election 2021: ভোট ঘোষণার পরও কেন প্রধানমন্ত্রীর ছবি পেট্রোল পাম্পে? নির্বাচন কমিশনে নালিশ TMC-এর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলের একাংশের বিরুদ্ধে এবার হুমকি দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল (TMC) সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। "আমার সঙ্গে যোগাযোগ রাখলে দল থেকে তাড়ানোর এবং মামলার হুঁশিয়ারি দিচ্ছেন কোনও কোনও তৃণমূল নেতা। দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এই প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) বলেন, "শিশির অধিকারী প্রবীণ মানুষ। সবাই বুঝছে তাঁর শরীররা কোথায় আর হৃদয়টা কোথায়। আগে সেটা ঠিক করে নিন। তাঁর এই বক্তব্যে এটা প্রমাণিত হয়েছে যে দুই পা বাড়িয়ে আছেন।" নন্দীগ্রামে ফের মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee) হারানোর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhiakri)। নিজে দাঁড়ালেও হারাব, অন্য কেউ দাঁড়ালেও হারাব। তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। পাল্টা তৃণমূলের কটাক্ষ। করোনা ভ্যাকসিনের সংশাপত্র বা পেট্রোল পাম্পে রান্নার গ্য়াসে বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি। এই নিয়ে তীব্র আপত্তি তৃণমূল কংগ্রেসের। তাদের অভিযোগ, ভোট ঘোষণার পরে মোদির ছবি ব্যবহারে লঙ্ঘিত হয়েছে আদর্শ আচরণবিধি। এই নিয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে তৃণমূল। বিজেপি অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না। এক্সপ্রেস ট্রেনে সরবত খেয়েই কি যুবকের মৃত্যু? ১৭ ফেব্রুয়ারি বিহার থেকে হাওড়া আসেন বিশ্বনাথ রাম। বিহারের চান্দোলি থেকে ট্রেনে হাওড়া আসেন বিশ্বনাথ। মাঠপুকুরে মামাবাড়ি পৌঁছে অসুস্থ বোধ করেন ওই যুবক। ১৮ ফেব্রুয়ারি চিত্তরঞ্জন মেডিক্যালে মৃত্যু হয় তাঁর। ট্রেনে সহযাত্রীর থেকে সরবত খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। দেহ ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে করছে হাওড়া জিআরপি।