WB ELection 2021: 'শুভেন্দু নিশানায় অভিষেক বলেই নন্দীগ্রামের প্রার্থী মমতা', বিস্ফোরক শিশির অধিকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Mar 2021 10:17 PM (IST)
আজ শিশির অধিকারীর (Sisir Adhikari) সঙ্গে দেখা করতে যান লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। লকেটকে তিনি বলেন, 'শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাই নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেন্দু ওকে শেষ করবে! আমিই ওকে শেষ করব। মমতার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ শিশিরের।