Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Tarakeswar Temple: করোনা আবহে এবার শ্রাবণী মেলাতে কাটছাঁট তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবকখালির (Bakkhali) কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবি। নিখোঁজ ১০ জন মৎস্যজীবী। উদ্ধার ২। স্থানীয় সূত্রে খবর, ৬ দিন আগে ১২ জন মৎস্যজীবীকে নিয়ে সমুদ্রে পাড়ি দেয় এফবি হৈমবতী। মাছ ধরে ফ্রেজারগঞ্জে (Fraserganj) ফেরার পথে আজ ভোর পাঁচটা নাগাদ বকখালির রক্তেশ্বরী চরের কাছে উল্টে যায় ট্রলার। নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধান চলছে।
এদিকে, মঙ্গলকোট (Mangalkot) থেকে ফেরার পথে দুর্ঘটনা অনুব্রত মণ্ডলের কনভয়ে। অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ছেড়ে যাওয়ার সময় দুর্ঘটনায় কনভয়। বীরভূমের সোনাঝুড়ির কাছে বিদ্যুতের খুঁটিতে গাড়ির ধাক্কা। দুর্ঘটনায় ৩ মহিলা পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন।
করোনার সংক্রমণ ঠেকাতে কড়াকড়ি তারকেশ্বরেও (Tarakeswar Temple)। শ্রাবণী মেলায় বাঁকে করে জল আনা বন্ধ করা হল। মন্দির খোলা থাকবে ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর ২টো পর্যন্ত এবং সন্ধে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। মন্দিরে প্রবেশ করা যাবে ১, ২ ও ৪ নম্বর গেট দিয়ে। বেরনো যাবে ৫ এবং ৬ নং গেট দিয়ে। প্রবেশ করা যাবে না গর্ভগৃহে।