আজ বাংলায়: বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে শহিদ দিবস পালনে তৃণমূল-বিজেপি তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2021 11:36 PM (IST)
চলতি বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে হাইভোল্টেজ লড়াই। ভোটের আগে নন্দীগ্রাম দিবসকে ঘিরে ঘর গোছাতে ব্যস্ত শাসক বিরোধী দু'পক্ষই। অন্যদিকে বিধানসভা নির্বাচনে আরও ৩৪ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। যদিও কংগ্রেসের তালিকায় কোন চমক নেই। আলিপুরদুয়ারে প্রার্থী হয়েছেন দেবপ্রসাদ রায়। তুফানগঞ্জে কংগ্রেসের প্রার্থী রবীন রায়। জলপাইগুড়িতে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়বেন সুখবিলাস বর্মা।