আজ বাংলায়: টাকা নিয়েও প্রার্থী করা হয়নি! শিলিগুড়িতে প্রার্থী তালিকা প্রকাশের পরই বিক্ষোভ BJP কর্মীর। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রার্থী তালিকা ঘোষণার পরই শিলিগুড়িতে (Siliguri) বিক্ষোভ। বিক্ষোভ বিজেপি কর্মীর। ২ নম্বর ওয়ার্ডে প্রতিশ্রুতি ভাঙ্গের অভিযোগ। টাকা নিয়েও প্রার্থী না করায় অভিযোগ বিজেপি (BJP) কর্মীর।
সাহস থাকলে নন্দীগ্রাম (Nandigram) ছেড়ে অন্য বিধানসভায় লড়ুন। যেকোনও আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে তিনি তৈরি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র (Madan Mitra)। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাল্টা মদনকে 'চিহ্নিত মাতাল' বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
প্রার্থী ঘোষণার আগেই রামপুরহাটে (Rampurhat) প্রচারে নেমে পড়ল তৃণমূল (TMC)। প্রার্থীর নাম ছাড়াই প্রতীক এঁকে শুরু হল দেওয়াল লিখন। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা।
বনগাঁর পর বারাসত। ফের অস্বস্তিতে বিজেপি (BJP)। দলীয় হোয়াটস্অ্যাপ গ্রুপ (WhatsApp) ছাড়লেন বারাসত (Barasat) সাংগঠনিক জেলার আহ্বায়ক অনুপ দাস ও সহ-সভাপতি শংকর দাস। ব্যক্তিগত কারণে গ্রুপ ছাড়ার কথা জানিয়েছেন অনুপ দাস। কিন্তু শঙ্কর দাস জানিয়েছেন, দলের জন্য মাঠে ময়দানে কাজ করলেও দলের নেতৃত্ব সাংগঠনিক রদবদলের কথা জানাননি।
ধরা পড়েনি অসুস্থতা। জঙ্গলে ছেড়ে দেওয়া হল কুলতলির (Kultali) রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger)। ছদিন পর দুটি ঘুমপাড়ানি গুলিতে বাঘটিকে কাবু করা হয়। যারা বাঘ ধরার কাজে যুক্ত ছিলেন তাদের পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী (Mamata Banerjee)।