উপকূলবর্তী এলাকায় ‘বুলবুল’-এর তাণ্ডব, লন্ডভন্ড বকখালি,সাগরদ্বীপ ও কাকদ্বীপে প্রবল ঝড় ও বৃষ্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Nov 2019 10:28 PM (IST)
শক্তি বাড়িয়ে বাংলার উপকূলে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এই মুহূর্তে সাগরদ্বীপের খুব কাছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। কাঁথি, খেজুরি, রামনগর, নন্দীগ্রাম, নয়াচরের একাংশ ক্ষতিগ্রস্ত। কলকাতাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি। বালিগঞ্জে গাছ পড়ে একজনের মৃত্যুও হয়েছে। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, বকখালি - এই সব সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। কাল সকালের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে ১ লাখ ৫৯ হাজার মানুষকে, খবর নবান্ন সূত্রে।