ঘূর্ণিঝড় বুলবুল: আজ সন্ধে ৬টা থেকে ১২ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে সমস্ত উড়ান বন্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Nov 2019 06:57 PM (IST)
ঘূর্ণিঝড় ‘বুলবুল‘’-এর আশঙ্কায় কলকাতা বিমানবন্দরে সন্ধে ছটা থেকে কাল সকাল ছটা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ।
বাতিল ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। কলকাতা বিমানবন্দর থেকে মোট ২৩টি বিমান বাতিল করেছে ওই উড়ান সংস্থা। সকাল ১১টার পর এই বিমানগুলির কলকাতা থেকে দিল্লি, মুম্বই, পুণে, চেন্নাই, পটনা ও রাঁচি যাওয়ার কথা ছিল।
বাতিল ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। কলকাতা বিমানবন্দর থেকে মোট ২৩টি বিমান বাতিল করেছে ওই উড়ান সংস্থা। সকাল ১১টার পর এই বিমানগুলির কলকাতা থেকে দিল্লি, মুম্বই, পুণে, চেন্নাই, পটনা ও রাঁচি যাওয়ার কথা ছিল।