আদালতের নির্দেশকে বুড়ো আঙুল, ছট পুজোর জন্য খুলে দেওয়া হল রবীন্দ্র সরোবরের মেন গেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2019 04:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ছটপুজো উপলক্ষে পরিবেশ আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রবীন্দ্র সরোবরে তালা ভেঙে ঢুকল বহিরাগতরা। নিরাপত্তা রক্ষীদের সামনেই কেএমডিএ-র নোটিসও ছিঁড়ল বহিরাগতরা। সরোবরের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা। নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, সকাল সাড়ে ৭টা নাগাদ প্রথমে লেক গার্ডেন্স স্টেশনের দিকে রবীন্দ্র সরোবরের ৩ নম্বর গেটের তালা ভাঙে বহিরাগতরা। এরপর মাদার ডেয়ারি গেটেরও তালা ভাঙা হয়। অভিযোগ, সেখানে তখন পুলিশ ছিল না, ভিতরে ছিলেন বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী। তাঁদের সামনে তালা ভাঙার পর কেএমডিএ-র নোটিসও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। বহিরাগতরা সরোবরের ভিতরেই পুজো করবেন হুমকি দেয়। প্রতিবাদ করায় এক প্রবীণ প্রাতর্ভ্রমণকারীকে ঘিরে বিক্ষোভও দেখায় তারা। মাদার ডেয়ারি গেটে তালা লাগানো হলেও, সকাল ১০টার পর, ফের সেই তালা ভাঙে বহিরাগতরা। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রাতর্ভ্রমণকারী ও পরিবেশ কর্মীরা।