একলাফে ৭৬ টাকা বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Nov 2019 09:52 AM (IST)
ফের মধ্যবিত্তের হেঁসেলে কোপ। উত্সবের মরশুম শেষ হতেই একলাফে ৭৬ টাকা বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৭০৬ টাকা। ১ অক্টোবর কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ছিল ৬৩০ টাকা। এনিয়ে গত তিনমাসে ১০৫ টাকা বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করা হয়। যার ফলে বদলে যায় ভর্তুকির পরিমাণ