অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে ‘বুলবুল’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Nov 2019 10:18 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ক্রমশ তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে। শুক্রবার তার অবস্থান সাগরদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অংশের ৫৩০ কিলোমিটার দূরে। রবিবার ভোরে তা ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে। তার জেরে আজ থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বিকেলে উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার তা সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে বইতে পারে। কলকাতায় অবশ্য ঝড় নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হবে। শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। সমুদ্রে যাওয়ার ব্যাপারে জারি হয়েছে নিষেধাজ্ঞা