Panchayat Election:ভোটপর্ব মেটার সপ্তাহতিনেক পর পুকুর থেকে উদ্ধার ব্যালটবাক্স, নাকাশিপাড়ায় চাঞ্চল্য
ABP Ananda | 30 Jul 2023 06:47 PM (IST)
পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মিটেছে সপ্তাহতিনেক আগে। কিন্তু ব্যালট বাক্স (Ballot Box Recovery) উদ্ধারের ধারায় ক্ষান্তি নেই। এদিন নদিয়ার (Nadia News) নাকাশিপাড়ার বিলকুমারী পঞ্চায়েতের উত্তর বহিরগাছির মধ্য পাড়ায় পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের দাবি নির্বাচনের দিনই সিপিএম-আশ্রিত দুষ্কৃতীরা ব্যালট বাক্স পুকুরের জলে ফেলে দিয়েছিল। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিএম নেতৃত্ব।