Kolkata News : খাস কলকাতায় শিশু বিক্রির চক্রের হদিশ !
ABP Ananda | 01 Aug 2023 05:50 PM (IST)
খাস কলকাতায় শিশু বিক্রির চক্রের হদিশ! আইভিএফ সেন্টারগুলোর আড়ালে শিশু পাচারের চক্র! টার্গেট করা হত নিঃসন্তান দম্পতিদের। ৪ থেকে সাড়ে ৪ লক্ষ টাকা খরচ করলেই মিলবে সদ্যোজাত, দেওয়া হত এমনই টোপ। দম্পতিকে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হত বলে অভিযোগ। সদ্যোজাতকে হাতে পাওয়ার পর বাড়ি ফিরতেন দম্পতি। সম্প্রতি আনন্দপুর থানা এলাকায় এক মহিলার কন্যাসন্তান নিখোঁজ হয়ে যায়। কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সন্তান ছাড়াই ফিরে আসেন ওই মহিলা। সেখান থেকেই গোটা শিশু বিক্রির চক্রের হদিশ মেলে। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।