Nandigram Case: নন্দীগ্রামে আক্রান্ত BJP এসসি মোর্চার সম্পাদক সঞ্জয় আড়ির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppWest Bengal News: নন্দীগ্রামে আক্রান্ত বিজেপি এসসি মোর্চার সম্পাদক সঞ্জয় আড়ির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গতকাল দুপুরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। মারের চোটে সঞ্জয়ের মাথার খুলি ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর মাথার একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল। চিকিৎসক সুনন্দন বসুর অধীনে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয় সঞ্জয়কে। বিকেলে ঘণ্টাখানেক ধরে চলে তাঁর অস্ত্রোপচার। সঞ্জয়ের মাথায় জমাট বাঁধা রক্ত বের করা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
শুভেন্দু অধিকারী যখন পুলিশের বিরুদ্ধ একের পর এক অভিযোগ করছেন, তখন এরইমধ্য়ে দেখা যায় তৃণমূল নেতা দেবব্রত রায় ওরফে দেবুকে। বিজেপি কর্মী খুনে অভিযোগপত্রে দু নম্বরেই নাম রয়েছে তাঁর। তাঁকেই কিনা দেখা গেল পুলিশ ফাঁড়িতে। সন্ধেবেলা তেখালি বাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়দের সঙ্গেও দেখা যায় দেবব্রত রায় ওরফে দেবু রায়কে।