BJP Protest: রাজ্য বিধানসভা থেকে BJP-র ওয়াকআউট, বিরোধী শূন্য বিধানসভায় পাস ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব

Continues below advertisement

ABP Ananda Live: রাজ্য বিধানসভায় পাস ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব। বিজেপির ওয়াকআউট, বিরোধী শূন্য বিধানসভায় পাস। তৃণমূলের ওয়াকফ বিলের বিরোধিতা নিয়ে প্রশ্ন শুভেন্দুর। ওয়াকফ বিল নিয়ে মিথ্যা বলেছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ বিরোধী দলনেতার। রাজ্যে পাল্টা সনাতনী বোর্ড তৈরির প্রস্তাব শুভেন্দুর। বিধানসভার ওয়েলে নেমে স্লোগান বিজেপির। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার দাবি আইনমন্ত্রীর। 

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। আতঙ্কের পরিবেশ। বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাল্টা আগরতলায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখানো হয়। শনিবার ঢাকা হয়ে আগরতলা-কলকাতাগামী একটি বাস হামলার শিকার হওয়ার পরই এই ঘটনা।

এই আবহে একমাস পিছিয়ে গেছে ইসকনের সন্ন্যাসীর জামিন-মামলার শুনানি। সূত্রের খবর, আগামী বছরের ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি হতে পারে। সন্ত্রাসের ভয়ে কোনও আইনজীবী লড়তে পারলেন না চিন্ময়কৃষ্ণর হয়ে। গতকাল চিন্ময়কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর করা হয় আইনজীবীর। গুরুতর জখম ওই আইনজীবী ICU-তে ভর্তি রয়েছেন। এদিন বাকি চিন্ময়কৃষ্ণর হয়ে লড়ার জন্য বাকি ৫০ জন আইনজীবীর কেউই হাজির ছিলেন না চট্টগ্রাম আদালতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram