Buddhadeb Bhattacharya : 'আমাকে হাত নাড়লেন, ভাল-ই আছেন' হাসপাতালে বুদ্ধবাবুকে দেখে এসে জানালেন মমতা
ABP Ananda | 31 Jul 2023 07:06 PM (IST)
'আমার যেটুকু মনে হল, আমাকে হাত নাড়লেন, ভাল-ই আছেন।স্থিতিশীল আছেন। ' হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে জানালেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪ টে ১০ মিনিট নাগাদ উডল্যান্ডস হাসপাতালে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে, দেখতে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। মিনিট দশেক হাসপাতালে থাকার পর বেরিয়ে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীর ঘিরে স্বস্তির খবর দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।