Narendra Modi :ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই-তেও তো ইন্ডিয়া আছে, বিরোধী জোটকে বেনজির আক্রমণ মোদির
ABP Ananda | 25 Jul 2023 01:33 PM (IST)
মণিপুর প্রতিবাদের ঝাঁঝ বাড়াতে উদ্যোগী বিরোধীরা। এবার সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা বিরোধীদের, খবর সূত্রের। 'বিরোধীদের কাজ প্রতিবাদ করা, ওঁরা তা করুন', আপনারা নিজেদের কাজে মনোযোগ দিন, বিজেপি সাংসদদের পরামর্শ প্রধানমন্ত্রীর । ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই-তেও তো ইন্ডিয়া আছে, বৈঠকে মন্তব্য প্রধানমন্ত্রীর। বিরোধীদের জোট INDIA-কে বেনজির আক্রমণ প্রধানমন্ত্রীর। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে INDIA-র তুলনা টানলেন প্রধানমন্ত্রী।