Ananda Live : বিজেপিকে প্রার্থী দিতে না দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে তুফানগঞ্জের তৃণমূল নেতা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপাতত জেলেই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। ফ্ল্যাটে টাকা উদ্ধারের মামলায়, তাঁদের ১৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কেউ যদি কারও বাড়ি থেকে ডাকাতি করে, সেই টাকা বিদেশে পাঠিয়ে দেয়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা সম্ভব নয়। আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ED-র আইনজীবী।
নবম-দশমে ৯৫২ জন শিক্ষক ভুয়ো সুপারিশপত্র পেয়েছেন। চাকরি করছেন ৮০০-র কাছাকাছি। SSC-র নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি করল CBI। আগের নির্দেশ বদলে, স্কুল সার্ভিস কমিশনকে আপাতত অবৈধ ১৮৩ জন শিক্ষকের তালিকা প্রকাশ করতে বারণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটের আগে অব্যাহত হুমকি-হুঁশিয়ারি! এবার বিজেপিকে প্রার্থী দিতে না দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল সহ সভাপতি নিরঞ্জন সরকার! মঙ্গলবার তুফানগঞ্জে দলীয় সভামঞ্চ থেকে এই হুঁশিয়ারি দেন তিনি। ২০১৮ আর ২০২৩ এক নয়। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।