Ananda Live : লটারির টিকিট কোথা থেকে পেলেন ? সিবিআইকে যা বললেন অনুব্রত...
ABP Ananda | 05 Nov 2022 11:40 PM (IST)
বীরভূমের বাঘকে কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারা জীবন পারবে না রাখতে! জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে বীরভূমের রামপুরহাটের মঞ্চ থেকে হুঙ্কার দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। লোহার খাঁচায় রাখা হয়েছে অনুব্রতকে! বেরনো সহজ নয়! পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপির।
গরু পাচার মামলার তদন্তে এবার লটারি রহস্যের কিনারা করতে আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সূত্রের দাবি, লটারির টিকিট কোথা থেকে পেলেন? এই প্রশ্নের উত্তরে কখনও অনুব্রত মণ্ডল বলেন, আমার ঠিক মনে নেই। কখনও বলেন, মনে পড়ছে না।