Ananda Live: ফের বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে নাড্ডা, কাল আসছেন বঙ্গ সফরে
ABP Ananda | 17 Jan 2023 11:13 PM (IST)
ফের বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেয়েই বঙ্গ সফরে নাড্ডা(JP Nadda)। কাল রাতে কলকাতায় (Kolkata) আসছেন জেপি নাড্ডা, পরশু নদিয়ায় (Nadia) জনসভা । বৃহস্পতিবার সকালে নাড্ডাকে সম্বর্ধনা, তারপরেই মায়াপুর সফর। ইসকন মন্দির ঘুরে দেখার পরে পরশু বেথুয়াডহরিতে জনসভা। জনসভার পরে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে ফিরবেন কলকাতায়। লোকসভা ভোটের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই। জুন, ২০২৪ পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি রইলেন জেপি নাড্ডা