Parliament Session: অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস, কোন কোন ইস্যু হাতিয়ার বিরোধীদের? | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস। NEET, NET ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবেন বিরোধীরা। এককাট্টা হয়ে মোদি সরকারকে আক্রমণের ছক কষছে ইন্ডিয়া জোট। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে এক বন্ধনীতে রেখে আক্রমণের ছক। পাল্টা কৌশল ঠিক করতে গতকাল গভীর রাতে নিজের বাসভবনে বৈঠক করেন নাড্ডা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি।
রাজ্যে ফের সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল? কাঁকসায় ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। 'মে মাসে বাংলাদেশে গ্রেফতার ২ আনসার-আল-ইসলাম জঙ্গি। ধৃতদের জেরায় আনসার-আল-ইসলামের বাংলা-যোগের তথ্য। আনসার-আল-ইসলাম ওরফে শাহদাত বাংলাদেশের সক্রিয় জঙ্গি সংগঠন। শাহদাতের বাংলা মডিউলের মাথা ধৃত মহম্মদ হাবিবুল্লা', এমনই খবর এসটিএফ সূত্রে। 'বিশেষ অ্যাপের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত হাবিবুল্লা', ধৃত মহম্মদ হাবিবুল্লা কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাকিস্তান-সহ বিশ্বের নানা প্রান্তে রয়েছে শাহদাতের মডিউল, বলছে এসটিএফ সূত্র। ধৃত মহম্মদ হাবিবুল্লাকে জেরা বেঙ্গল এসটিএফের, ইউএপিএ ধারায় মামলা রুজু।