Abhishek Banerjee: রাজনৈতিক কারণেই বেছে বেছে তাঁকে নিশানা? I.N.D.I.A জোট গঠনে তৃণমূলের গুরুত্বের জন্যই, বললেন অভিষেক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরোধী জোটের বৈঠকে না গিয়ে তদন্তকারীদের সামনে হাজিরা দেন। তার পর দিনভর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর থেকে বেরিয়ে এবার তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, I.N.D.I.A জোটের সমন্বয় কমিটিতে ১৪টি দল থাকলেও, বেছে বেছে তৃণমূল এবং সর্বোপরি তাঁকে নিশানা করা হচ্ছে বলেও এদিন দাবি করলেন অভিষেক।
I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির বৈঠকে বুধবার যোগ দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু এদিনই নোটিস পাঠিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ED. ফলে অভিষেকের চেয়ারটি ফাঁকা রেখেই বৈঠক করে I.N.D.I.A জোটের সমন্বয় কমিটি। সেই নিয়ে আগাগোড়াই রাজনৈতিক সংযোগের অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্ব। অভিষেক যাতে বিরোধীরে বৈঠকে যোগদান করতে না পারেন, তার জন্যই বেছে বেছে এই দিন তাঁকে হাজির হতে বলা হয় বলে একমত I.N.D.I.A জোটের সমন্বয় কমিটিও।