Ration Scam: আটার পর এবার ধান কেনাতেও ব্যাপক 'দুর্নীতি', প্রেস বিজ্ঞপ্তি জারি করে দাবি ইডির
ABP Ananda
Updated at:
08 Nov 2023 11:45 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআটার পর এবার ধান কেনাতেও ব্যাপক 'দুর্নীতি'। কলকাতা পুলিশের এফআইআর-এর প্রসঙ্গ টেনে প্রেস বিজ্ঞপ্তি জারি করে দাবি ইডির। 'ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট খুলে ন্যূনতম সহায়ক মূল্যর টাকা আত্মসাৎ'। 'প্রকৃত প্রাপকের টাকা আত্মসাৎ করেছে চালকল মালিকদের একাংশ'। 'কুইন্টাল প্রতি প্রায় ২০০ টাকা করে আত্মসাৎ করা হয়েছে'। 'গরিবের প্রাপ্য খাদ্য় সামগ্রীর প্রায় ৩০ শতাংশ খোলা বাজারে বিক্রি করা হয়েছে'। 'সেই অর্থ গেছে চালকল মালিক ও রেশন ডিলারদের একাংশের কাছে'। 'জেরায় স্বীকার করেছে অন্যতম মূল অভিযুক্ত'। 'দুর্নীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ রয়েছে প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের'। প্রেস বিজ্ঞপ্তি জারি করে দাবি ইডির