
Ideas Of India Summit 2025: AI-এর ব্যবহার করে কীভাবে উন্নততর জীবনযাপন করা যায় আইডিয়াজ অফ ইন্ডিয়ায় বললেন ডঃ মনীশ গুপ্তা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আইডিয়াজ অফ ইন্ডিয়ায় ডঃ মনীশ গুপ্তা, সিনিয়র ডিরেক্টর, গুগল ডিপমাইন্ড, শেয়ার করেছেন কীভাবে মানুষ Google-এর প্রকল্প যেমন Gemini 2.0 এবং AlphaFold, AI-এর ব্যবহার করে দৈনন্দিন জীবনে উন্নততর জীবনযাপন করতে পারে। তিনি বললেন যে কীভাবে সংগীতশিল্পী এবং চিত্রশিল্পীরা আরও তাদের শিল্পকলাকে উন্নত করার জন্য এআই-এর শক্তিকে কাজে লাগাচ্ছেন৷
Dr Manish Gupta, Senior Director, Google DeepMind, shares how the Google's projects like Gemini 2.0 and AlphaFold, can revolutionise how people can leverage AI in day-to-day lives to lead better lives. He also shares how artists like musicians and painters are leveraging the power of AI to push out better creations.
এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া, যেন এক নতুন ভাবনার খনি। প্রতি বছরের মতো এবারও ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা নিয়ে হাজির দেশের সেরা ব্যক্তিত্বরা। এবার বাণিজ্যনগরীতে শুরু হয়েছে আইডিয়াজ অফ ইন্ডিয়া সম্মেলন। আধুনিকতা ও সাবেকিয়ানার অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই মঞ্চে। সংষ্কৃত স্তোত্রপাঠ ও সরস্বতী বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। আর এই মঞ্চেই এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকারের কথায় উঠে এল এআই যুগের সুবিধা-অসুবিধার কথা।