আনন্দ সকাল(১): নির্ভয়ার ঘটনার ছায়া হাথরসে, মৃত্যুর আগে 'ধর্ষক'-দের নাম বলে গেছেন তরুণী! কঠোর শাস্তির দাবিতে উত্তাল দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Oct 2020 10:39 AM (IST)
গভীর রাতে জোর করে নির্যাতিতার দেহ সৎকারের অভিযোগ। যোগী সরকারের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হাথরসের নির্যাতিতার পরিবার। মানতে নারাজ জেলাশাসক। হাথরসকাণ্ডে সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে মামলা। দোষীদের ছাড় নয়, আশ্বাস যোগীর। ২৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা। আজ হাথরস যাচ্ছেন রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধী।