আনন্দ সকাল (১): বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণার সময় অভিযুক্ত ছাড়া কারোর আদালতে থাকার অনুমতি নেই, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 12:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আনন্দ সকাল (১): অবশেষে আজ তিনদশক পুরনো বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা, রায় ঘোষণার সময় এই মামলার সঙ্গে যুক্ত অভিযুক্ত ছাড়া কারোর আদালতে থাকার অনুমতি নেই|
অন্যদিকে যোগী রাজ্যে গণধর্ষণে মৃত তরুণীর সত্কার ঘিরেও কাঠগড়ায় পুলিশ। মৃতদেহ গ্রামে পৌঁছলেও, বাড়িতে নিয়ে যাওয়া হল না। পরিবারের আবেদন অগ্রাহ্য করে মাঝরাতে জোর করে সত্কারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের দাবি, মৃতদেহ বাড়িতে আনতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশের আপত্তিতে তা সম্ভব হয়নি। অন্যদিকে, হাথরসের মহকুমা শাসকের দাবি, পরিবারের সদস্যরা উপস্থিত না থাকায়, পুলিশই মৃতদেহ সত্কার করে।
অন্যদিকে যোগী রাজ্যে গণধর্ষণে মৃত তরুণীর সত্কার ঘিরেও কাঠগড়ায় পুলিশ। মৃতদেহ গ্রামে পৌঁছলেও, বাড়িতে নিয়ে যাওয়া হল না। পরিবারের আবেদন অগ্রাহ্য করে মাঝরাতে জোর করে সত্কারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের দাবি, মৃতদেহ বাড়িতে আনতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশের আপত্তিতে তা সম্ভব হয়নি। অন্যদিকে, হাথরসের মহকুমা শাসকের দাবি, পরিবারের সদস্যরা উপস্থিত না থাকায়, পুলিশই মৃতদেহ সত্কার করে।