Sare Sattai Saradin: ফের বাংলাদেশের যুদ্ধ-জিগির, কী বলছেন প্রাক্তন সেনাকর্তারা?
Continues below advertisement
Bangladesh: যুদ্ধের হুঙ্কার ইউনূসের। ট্যাঙ্ক, কামান নিয়ে মহড়া। কী পদক্ষেপ ভারতের? সামরিক শক্তিতে কোথায় দাঁড়িয়ে দুই দেশ? কী বলছেন প্রাক্তন সেনাকর্তারা? আসলে নিজের ক্ষতি করছেন ইউনূস? মুর্শিদাবাদ থেকে ধৃত দুই ABT জঙ্গি আব্বাস আলি ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। দেখা করার কথা ছিল আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির সঙ্গে। এমনটাই দাবি অসম পুলিশের STF-এর। শুধু তাই নয়, খাগড়াগড় বিস্ফোরণে ধৃত JMB জঙ্গি তারিকুল ইসলাম ওরফে সাদেক সুমনের সঙ্গে জেলে আলাপ হয় আব্বাস আলির। প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গির কাছ থেকে জেলেই পাঠ নেওয়া শুরু হয় আব্বাসের। জেলমুক্তির পর শাদ রাডিকে সঙ্গে নিয়ে বেশ কয়েকবার তারিকুল ইসলামের সঙ্গে দেখাও করে আব্বাস। তদন্তে এমনটাই দাবি অসম পুলিশের STF-এর।
Continues below advertisement