আনন্দ সকাল (১) : 'তৃণমূল কংগ্রেসের নেতা আসছে তাই আমাকে সরতে হবে', বিস্ফোরক রাহুল, কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভে ইন্ডিয়া গেটে ট্রাক্টরে আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Sep 2020 12:37 PM (IST)
রাজধানী পৌঁছে গেল কৃষি বিল বিরোধী আন্দোলন। দিল্লির বিখ্যাত ইন্ডিয়া গেটে বিক্ষুব্ধ কৃষকরা একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দিয়েছেন। তবে বিক্ষোভকারীদের ইন্ডিয়া গেটে এককাট্টা হতে দেয়নি পুলিশ। ইন্ডিয়া গেট ও আশপাশের ভিআইপি এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, পাশাপাশি করোনার জেরে ভিড় জমানোর অনুমতিও দেওয়া হচ্ছে না। কিন্তু তাতে বিক্ষোভ কমার লক্ষণ নেই। তবে বিক্ষোভের মধ্যেই গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করেছেন তিনটি কৃষি বিলে। তিনটি কৃষি বিলে সই রাষ্ট্রপতির। এর ফলে আইনে পরিবর্তিত হল বিতর্কিত বিল। এনডিএ ছাড়ায় অকালি দলকে শুভেচ্ছা তৃণমূলের।