আনন্দ সকাল (২): 'দেখছি বেশি কাজ করে মূল্য নেই, দাঙ্গা লাগালে মূল্য হয়ে যাচ্ছে', উত্তরবঙ্গে আক্ষেপের সুর মমতার গলায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 12:10 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বছর গড়ালেই রাজ্যে বিধানসভা ভোট। লোকসভা ভোটের ফলের কথা মাথায় রেখে, উত্তরবঙ্গের দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। এদিন উত্তরবঙ্গে দাঁড়িয়ে নাম না করে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও।
২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গ থেকে ধুয়েমুছে গেছে তৃণমূল। উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের একটিতেও জেতেনি তৃণমূল। এই আটটি আসনের মধ্যে সাতটিতেই জিতেছে বিজেপি।
এবার সামনে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গে দাঁড়িয়ে, সেখানকার লোকসভা ভোটের ফল নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'উত্তরবঙ্গের জন্য অনেক কাজ করেছি। এখন দেখছি বেশি কাজ করে মূল্য নেই। কম কাজ করে দাঙ্গা লাগালে মূল্য হয়ে যাচ্ছে। প্রচারে জোর দিতে হবে। অপপ্রচার হচ্ছে বেশি।'
২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গ থেকে ধুয়েমুছে গেছে তৃণমূল। উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের একটিতেও জেতেনি তৃণমূল। এই আটটি আসনের মধ্যে সাতটিতেই জিতেছে বিজেপি।
এবার সামনে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গে দাঁড়িয়ে, সেখানকার লোকসভা ভোটের ফল নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'উত্তরবঙ্গের জন্য অনেক কাজ করেছি। এখন দেখছি বেশি কাজ করে মূল্য নেই। কম কাজ করে দাঙ্গা লাগালে মূল্য হয়ে যাচ্ছে। প্রচারে জোর দিতে হবে। অপপ্রচার হচ্ছে বেশি।'