আনন্দ সকাল(২): ড্রাগ তদন্তে এনসিবি-র স্ক্যানারে আরও চার সুপারস্টার? ধর্ষণের অভিযোগে আজই অনুরাগ কাশ্যপকে জিজ্ঞাসাবাদ করতে পারে মুম্বই পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2020 10:55 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ড্রাগ-তদন্তে এনসিবি-র স্ক্যানারে আরও চার সুপারস্টার? দৈনিক ভাস্করের দাবি, এই তালিকায় রয়েছেন চার তারকা। শীঘ্রই কি পাঠানো হবে সমন? জল্পনার কোনও ভিত্তি নেই, দাবি এনসিবি সূত্রে। অন্যদিকে অভিনেত্রী পায়েল ঘোষের ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে আজ মুম্বই পুলিশের সামনে হাজির হতে পারেন পরিচালক অনুরাগ কাশ্যপ। আজ সকাল ১১টায় ভারসোভা থানায় তাঁর হাজির হওয়ার কথা। ইতিমধ্যেই অভিযোগ অস্বীকার করেছেন "গ্যাংস অফ ওয়াসেপুর"-এর পরিচালক। সঙ্গে আরও খবর|