আনন্দ সকাল(৩): আজ থেকে শুরু আনলক ৫, দেখে নিন কোন ক্ষেত্রে কেমন ছাড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2020 11:00 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আনলক ৫-এ খুলছে সিনেমা হল, নির্দেশিকায় মোদি সরকার জানিয়েছে ১৫ই অক্টোবর থেকে খুলবে সিনেমা, থিয়েটার, মাল্টিপ্লেক্স| মোট দর্শকাসনে ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন| স্কুল, কোচিং সেন্টার খোলার ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে রাজ্যসরকার| খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য খুলবে সুইমিং পুল| অন্যদিকে, পশ্চিমবঙ্গে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৮১ জন। মৃত্যু হয়েছে ৫৯ জনের। তবে রাজ্যে সুস্থতার হার ৮৭.৮৩ শতাংশ। সঙ্গে অন্য খবর |