আনন্দ সকাল (৪) : গড়িয়ায় মা-ছেলের রহস্যমৃত্যু, বীরভূমে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2020 11:54 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
গড়িয়ার কানুনগো পার্কে মা ও ছেলের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ। বাড়ি থেকে বেরোচ্ছিল দুর্গন্ধ। পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢোকে পুলিশ। রহস্যমৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, মৃতা মঞ্জুশ্রী দেবীর শরীরে অস্বাভাবিক কোনও চিহ্ন লক্ষ্য করা যায়নি। তদন্তকারীরা মনে করছেন প্রায় ৭-৮ দিন আগে মঞ্জুশ্রী দেবীর মৃত্যু হয়। এরপর মৃত্যু হয় তাঁর ছেলের শুভময় মিত্রেরও।
বীরভূমে তৃণমূলের কর্মী সম্মেলনে ফের উঠল গোষ্ঠীকোন্দলের প্রসঙ্গ। বুথ সভাপতিকে থামালেন তৃণমূলের জেলা সভাপতি। পরে তাঁকে বাইরে বের করার অভিযোগ। বৃহস্পতিবার সাঁইথিয়ার বনগ্রামে তৃণমূল কর্মীসম্মেলন ছিল। সেখানে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সামনেই দলীয় কোন্দল নিয়ে সরব হন ১৪২ নম্বর বুথ তৃণমূল সভাপতি শান্ত মণ্ডলল। কিন্তু তার কথা শোনেননি অনুব্রত। এমনকি তাঁর মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়।
২২ গজে আজ মুম্বইয়ের মুখোমুখি কলকাতা। হিটম্যানকে থামানোর ফর্মুলা খুঁজছেন কার্তিক। ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দ্যোপাধ্যায় জানালেন, মুম্বই এবং কলকাতা ২৬ বার মুখোমুখি হয়েছে। ২০ বার কলকাতা পরাজিত হয়েছে। কলকাতার কাছে সমস্যা, তারা সুনীল নারিনকে খেলাতে পারছে না। উল্টোদিকে মুম্বই টাইম ব্যালেন্সটা খুব সুন্দর।
বীরভূমে তৃণমূলের কর্মী সম্মেলনে ফের উঠল গোষ্ঠীকোন্দলের প্রসঙ্গ। বুথ সভাপতিকে থামালেন তৃণমূলের জেলা সভাপতি। পরে তাঁকে বাইরে বের করার অভিযোগ। বৃহস্পতিবার সাঁইথিয়ার বনগ্রামে তৃণমূল কর্মীসম্মেলন ছিল। সেখানে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সামনেই দলীয় কোন্দল নিয়ে সরব হন ১৪২ নম্বর বুথ তৃণমূল সভাপতি শান্ত মণ্ডলল। কিন্তু তার কথা শোনেননি অনুব্রত। এমনকি তাঁর মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়।
২২ গজে আজ মুম্বইয়ের মুখোমুখি কলকাতা। হিটম্যানকে থামানোর ফর্মুলা খুঁজছেন কার্তিক। ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দ্যোপাধ্যায় জানালেন, মুম্বই এবং কলকাতা ২৬ বার মুখোমুখি হয়েছে। ২০ বার কলকাতা পরাজিত হয়েছে। কলকাতার কাছে সমস্যা, তারা সুনীল নারিনকে খেলাতে পারছে না। উল্টোদিকে মুম্বই টাইম ব্যালেন্সটা খুব সুন্দর।