SSC Recruitment Scam: OMR শিটের মিরর ইমেজ রাখেননি কেন? ওটাই তো আসল, রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: OMR শিটের মিরর ইমেজ রাখেননি কেন? ওটাই তো আসল। রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। পরীক্ষার্থী ২৬ লক্ষ, সব ওএমআর শিট সংরক্ষণ অসম্ভব, সওয়াল এসএসসি-র। পরপর OMR প্রশ্ন

আরও খবর...

অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের। 

রাজ্যে ভুয়ো পাসপোর্টকাণ্ডের কিংপিন কে? ধৃত ৫ জনের নেপথ্যে আসল মাথা কে? কতজন বাংলাদেশির হাতে পৌঁছে গেছে ভুয়ো পাসপোর্ট? শুধুমাত্র বেহালার দীপঙ্কর দাসের থেকেই মিলেছে বিপুল পরিমাণ জাল নথি

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে অবস্থান বিক্ষোভ ও অবস্থানের অনুমতি দিল আদালত। ধর্মতলায় বিক্ষোভ-অবস্থানের অনুমতি আদালতের। চৌরঙ্গি রোডের ওপর বিক্ষোভ-অবস্থানের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । সর্বাধিক ২০০ জনকে নিয়ে বিক্ষোভ-অবস্থানের অনুমতি। শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশ কাল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram