আনন্দ সকাল (৪): কাজ করছে না কিডনিই, বেড়েছে স্নায়ুর সমস্যা, আরও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Oct 2020 11:48 AM (IST)
আরও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। সোমবার থেকে মঙ্গলবার, তাঁর অবস্থার কোনও উন্নতি হয়নি। বেড়েছে স্নায়ুর সমস্যা। কাজ করছে না কিডনি। দরকার পড়ছে ৪০% অক্সিজেন সাপোর্ট। দশমীর বিকেলে মুর্শিদাবাদে জোড়া নৌকাডুবি, মৃত ৫। দশমীর রাতে নাকতলা উদয়ন সঙ্ঘের প্যান্ডেলে দেখা গেল ভিড়। তবে প্রত্যেকর মুখে ছিল মাস্ক এবং মেনেছে কোভিড বিধি। টাকিতে ইছামতির পাড়ে মিলল দুই বাংলা। প্রতিমা নিরঞ্জন হল এপার বাংলা-ওপার বাংলার।