Ananda Sakal: হাইকোর্টের তলব, বীরভূমের বাড়ি থেকে বেরোলেন অনুব্রত-কন্যা । Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Aug 2022 12:56 PM (IST)
হাইকোর্টের তলব পেয়ে বীরভূমের বাড়ি থেকে আজ সকালে বেরোলেন অনুব্রত-কন্যা সুকন্যা।বোলপুরের বাড়ি থেকে বেরিয়েছেন অনুব্রতর ভাইপো ও এই মামলায় অপর অভিযুক্ত সাত্যকি মণ্ডল। গতকালই স্কুলে চাকরিতে বেনিয়মের অভিযোগে সুকন্যা মণ্ডল-সহ ৬ জনকে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। সূত্রের খবর, আজ আদালতে সুকন্যার হাজিরা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অনুব্রতর আত্মীয় ও ঘনিষ্ঠরাও আজ হাইকোর্টে হাজির হবেন বলে সূত্রের খবর। অনুব্রত কন্যার বিরুদ্ধে অভিযোগ, টেট পাস না করেই প্রাইমারি স্কুলে চাকরি পান সুকন্যা। শুধু তাই নয়, চাকরি পাওয়ার পর একদিনও স্কুলে যাননি। বাড়িতেই পাঠিয়ে দেওয়া হত রেজিস্টার। তার প্রেক্ষিতেই অনুব্রত-কন্যাকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।