Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আনন্দ সকাল (৪): হাইকোর্টের রায়ের পর সমস্যায় 'ছোট' পুজো উদ্যোক্তারা, হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীর মৃত্যু
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাইকোর্টের ঐতিহাসিক রায়ের পরই শুরু কলকাতার বিভিন্ন মণ্ডপে তৎপরতা। দমদম, উল্টোডাঙা থেকে কসবা, আদালতের নির্দেশ মেনে ব্যারিকেডে ঘেরা হল মণ্ডপ। কিন্তু উত্তর কলকাতার পুজো, যা কিনা গলির মধ্যেই হয় সেখানে কীভাবে মানা সম্ভব হবে আদালতের নির্দেশ? চিন্তায় কর্মকর্তারা। কিন্তু উত্তর কলকাতার পুজো, যা কিনা গলির মধ্যেই হয় সেখানে কীভাবে মানা সম্ভব হবে আদালতের নির্দেশ? চিন্তায় কর্মকর্তারা। অন্যদিকে এসএসকেএমে মৃত্যু বিজেপি নেতার। তৃণমূলের হামলার জেরেই মৃত্যু বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের ঘটনা। বিজেপির একটি সভা মঞ্চের আশেপাশে দলীয় পতাকা লাগায়। তৃণমূলকর্মীরা সেই পতাকা খোলার চেষ্টা করে। শুরু হয় হাতাহাতি। সেই হাতাহাতির ঘটনায় গুরুতর আহত হন এই বিজেপি কর্মী। গতকাল রাত ১০ টা নাগাদ ওই ব্যক্তির মৃত্যু হয়। এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন শমীক ভট্টাচার্য-সহ একাধিক বিজেপি কর্মী। পুলিশ তদন্ত শুরু করেছে।