Bhupatinagar Incident: ভূপতিনগর বিস্ফোরণে সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ! ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: ভূপতিনগর বিস্ফোরণে সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ। বোমা তৈরির জন্য চ্যাট, ভয়েস মেসেজ, উল্লেখ NIA-র চার্জশিটে। 'বোমা তৈরির কথা গোপন রাখতে এলাকাবাসীকে হুমকি তৃণমূল নেতাদের'।'নিজেদের তৃণমূল সদস্য পরিচয় দিয়ে হুমকি দিত রাজকুমার, বিশ্বজিৎ, বুদ্ধদেব, মনোব্রত'।ভূপতিনগরে বেআইনিভাবে বোমা তৈরি করা হচ্ছিল, নিশ্চিত NIA। ভূপতিনগর বিস্ফোরণে বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত ২ তৃণমূল নেতা, দাবি NIA-র। NIA-র চার্জশিটে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পণ্ডার নাম। মানবকুমার পড়ুয়ার বাড়ি থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার, চার্জশিটে দাবি NIA-র। '২ ডিসেম্বর, ২০২২: নারুয়াভিলার দিক থেকে আসা গাড়ি আটকে তোলা হয় একটি দেহ'। চার্জশিটে এক প্রত্যক্ষদর্শীর বয়ানে এমনই দাবি করেছেন, চার্জশিটে উল্লেখ NIA-র। 'রাজনৈতিক সভায় হাজির করাতে বাড়ির পিছনে বোমা ছোড়া হয় বলে অভিযোগ আরেকজনের'। 'পটাশিয়াম-সহ বোমা তৈরিতে ব্যবহার হয়, এমন বেশকিছু রাসায়নিকের নমুনা মিলেছে ঘটনাস্থলে'। ফরেন্সিক রিপোর্টের কথা উল্লেখ করে চার্জশিটে দাবি NIA-র। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram